bengali

পূজোর আগে সত্তর হাজার শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শিক্ষক পদপ্রার্থীরা

Malabika | Thursday, July 27, 2017 6:48 PM IST

বহু অপেক্ষার শেষে আপার প্রাইমারি থেকে উচ্চ-মাধ্যমিক স্তরের ফলাফল প্রকাশ হলেও নিয়োগ প্রক্রিয়া এখনও অধরা,উচ্চমাধ্যমিকের ভেরিফিকেশন শেষে মাধ্যমিকের ভেরিফিকেশন চললেও আপার প্রাইমারির কোনো খবর নেই তাই শিক্ষক নিয়োগ কবে হবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন শিক্ষক পদপ্রার্থীরা,তাই বিক্ষাভে সামিল হলেন তারা

তাদের দাবি রাজ্যে শূন্য প্রায় ৭০ হাজারের উপর শিক্ষক পদ ৷ পরীক্ষা নেওয়া সম্পন্ন কিন্তু আইনি জটিলতার কারণে এখনও সম্পূর্ণ হয়নি নিয়োগ ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্পন্ন হলেও এখনও আটকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ ৷আন্দোলনকারীদের আরও অভিযোগ, ২০১৬ সালের নাইন থেকে টুয়েলভ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ রেজ়াল্ট ওয়েবসাইটে দেয়নি স্কুল সার্ভিস কমিশন। কতজনকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, সাবজেক্ট ও ক্যাটিগরি ভিত্তিক কাট অফ মার্কস কত জানানো হয়নি। ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট স্তরেও টালবাহানা অব্যাহত।

ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ ও নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করেছে। কিন্তু ফলপ্রকাশ হলেও নিয়োগ আপাতত করছে না স্কুল সার্ভিস কমিশন। কর্মরত শিক্ষকদের নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন।মূলত এই মামলার উপর নির্ভর করছে মেধা তালিকায় কর্মরত শিক্ষকদের সুযোগ পাওয়ার বিষয়টি।ফলাফল বের করলেও চাকরির সুপারিশের উপর স্থগিতাদেশ রয়েছে। সব মিলিয়ে থমকে শিক্ষক নিয়োগ ৷

SSC বাঁচাও কমিটির তরফে অভিযোগ করে বলা হয়েছে, নিয়োগের দাবি নিয়ে সব জেলা সহ বিকাশভবন ও আচার্য সদনে বারবার ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু, কিছু হয়নি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেও লাভ হয়নি। ১২ জুন শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিলেও বিধাননগর পুলিশ তার অনুমতি দেয়নি।  
আজ থেকে ময়ূখ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন SSC বাঁচাও কমিটির সদস্যরা। বিভিন্ন জেলা থেকে এসে চাকরিপ্রার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।