bengali

পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো

Webdesk | Tuesday, January 16, 2018 1:08 PM IST

পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। তবে গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে বলেই জানিয়েছেন বিদ্যালয় সংসদের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি বলেন, গতবার পাশের হার যেখানে ২৯ শতাংশের আশপাশে ছিল, এবার তা বেড়ে ৩৩.২৭ শতাংশ হয়েছে। 
এবছর পরীক্ষায় বসেছিল ১৫ হাজার ৬৬৫ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ২১২ জন। এদের মধ্যে ২৮০ জন প্রথম বিভাগে পাশ করেছে। দ্বিতীয় বিভাগে পাশ করার সংখ্যা ১৯১২ জন এবং তৃতীয় ডিভিশনে পাশ করেছে ৩০১৪ জন। 
প্রসঙ্গত, পাশের সংখ্যার নিরিখে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। আজ, মঙ্গলবার দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে গেলে, রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WBRMV তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ নম্বরে। ওয়েবসাইট হল www.twbcros.org