বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। গতকাল শুক্রবার শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে প্রণাম করে নতুন উপাচার্য হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। অবশেষে চার বছর পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী।
এদিন দায়িত্বভার নেওয়ার পর সাংবাদিকদের নতুন উপাচার্য বলেন, ''আমি তোমাদেরই লোক।'' বীরভূমের সিউড়ির কেন্দুয়া গ্রামের ছেলে বিদ্যুৎবাবু সপরিবারে এসেছেন শান্তিনিকেতনে। সঙ্গে এসেছেন নিজের দুই বোন। ভ্রাতৃদ্বিতীয়ার দিন সৌভ্রাতৃত্বের বার্তা দিতেই কি আজকের দিনটা বেছে নেওয়া? তা অবশ্য জানা যায়নি। কারণ মুখ খোলেননি তিনি। ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন এদিন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে দায়িত্ব বুঝিয়ে দেন। ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চ্যাটার্জি নিজেই গাড়ি চালিয়ে সপরিবারে উপাচার্যকে নিয়ে প্রথমে কাচ মন্দিরে, তারপর ছাতিমতলা হয়ে রবীন্দ্রভবনে আসেন।
উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের শয়ন কক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বিশ্বভারতীর কর্মিসভার সভাপতি গগণ সরকার, অধ্যাপক সভার সভাপতি অতনু শাসমল, শিক্ষক সঙ্ঘের বিপ্লব লোহ চৌধুরি প্রমুখ উপাচার্যকে স্বাগত জানান।