bengali

দু’দিনের ধর্না কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

Webdesk | Tuesday, October 30, 2018 9:36 PM IST

যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রের বেতনের সমহারে বেতনের দাবিতে রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা সোমবার থেকে দু’দিনের লাগাতার অবস্থান শুরু করলেন। ইউইউপিটিডব্লিউএ-এই সংগঠনের ডাকে এ দিন শহিদ মিনার ময়দানে সব শিক্ষক সংগঠনই সামিল হয়েছিল। দাবি সমর্থন করে অবস্থানকারীদের পাশে হাজির হন বিরোধী কংগ্রেস ও বাম নেতারা। 

এই প্রসঙ্গে বামনেতা সুজন চক্রবর্তী বলেন, ''এখানে শিক্ষকপদ খালি পড়ে থাকে। শিক্ষকদের ন্যায্য দাবি মানা হয় না। মিড ডে মিলে ডিম দেওয়া নিয়ে টানাপড়েন হয়। অথচ সেই সরকারই যথেচ্ছ উৎসব করে! শিক্ষার প্রতি রাজ্য সরকারের মনোভাব এতেই স্পষ্ট।''

শিক্ষার বুনিয়াদ প্রাথমিক স্তরের শিক্ষকেরাই এ রাজ্যে নির্যাতিত বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। অবস্থানকারীদের দাবি প্রসঙ্গে অন্য এক জায়গায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ''সরকার সহানুভূতিশীল। তবে ওঁরা আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন। ৫০% পেলেই কি তাকে যোগ্যতা বলে? আর রাজ্যের আর্থিক অবস্থা যতক্ষণ না ভাল হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতেই হবে।'' 

তাঁর আবেদন, ''ওঁরা শিক্ষা দফতরে গিয়ে কথা বলতে পারেন।'' সংগঠনের সম্পাদক পৃথা বিশ্বাসের দাবি, ''মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের সব দরজায় কড়া নেড়েও সাড়া পাইনি। তাই ধর্নায় বসেছি।''