bengali

আজ আইসিএসই ও আইএসসি-এর ফলাফল

webdesk | Monday, May 29, 2017 9:44 AM IST


আজ সোমবার আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) এর ফলপ্রকাশ হবে। দুপুর ৩ টে নাগাদ কাউন্সিলের নয়ডা অফিসে সাংবাদিক বৈঠক করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। কাউন্সিলের তরফে জানানো হয়েছে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ছত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ICSE,তারপর সাত সংখ্যার ইউনিক ডিজিট নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩। আইএসসি'র ক্ষেত্রেও একই পদ্ধতি রয়েছে। শুধুমাত্র ICSE এর জায়গায় ISC লিখতে হবে। কাউন্সিলের ওয়েবসাইটে www.cisce.org গিয়েও ফল জানা যাবে। অন্যদিকে, আগামীকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে।