bengali

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এম-এ পলিটিক্যাল সায়েন্সের তিন তালাক ও হালালা নিয়ে প্রশ্ন

Webdesk | Sunday, December 10, 2017 10:56 AM IST

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের তিন তালাক,হালালা জিসএসটি মতো প্রশ্ন আসা নিয়ে বিতর্ক,ছাত্রছাত্রীদের একটা অংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয় এ সব প্রশ্নের মাধ্যমে তাঁদের ওপর নির্দিষ্ট একটি মতাদর্শ চাপিয়ে দিতে চাইছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক চুল সরে আসেনি তাদের অবস্থান থেকে। তাদের বক্তব্য, ইতিহাস এতদিন বিকৃত করা হয়েছে। পড়ুয়াদের দাবি,স্নাতকোত্তরে পদ্মাবতী জোহর ব্রত সম্পর্কে এসেছে যা অধ্যায়ের বাইরে,কারন তাঁদের সিলেবাসে রয়েছে তাঁদের সিলেবাসে পদ্মাবতী তথা পদ্মিনীর অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ-বিতর্ক মূলক অধ্যায়

পদ্মাবতী প্রসঙ্গ ছাড়াও তিন তালাক ও (নিকাহ)হালালা সম্পর্কেও প্রশ্ন আসে প্রশ্নপত্রে। বিষয়টি নিয়ে বেশ সোরগোল পড়েছে পড়ুয়াদের মধ্যে তবেব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জানিয়েছেন, এধরনের প্রশ্ন তিনি আগে কখনও দেখেননি। তবে বর্তমান বিভাগীয় প্রধান এ সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিকতম বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতে এ ধরনের নতুন পন্থা অবলম্বন করেছে তারা।