bengali

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা হতে পারে

Webdesk | Wednesday, September 5, 2018 5:41 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা হতে পারে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় হিন্দি বিভাগে পড়ুয়া পাচ্ছে না। সেই কারণে হিন্দি বিভাগে আসন কমিয়ে 'ইন্ডিয়ান কম্প্যারেটিভ লিটারেচার' বিভাগ খোলা হতে পারে বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান উপাচার্য অনুরাধা লোহিয়া। পরিচালন সমিতির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। হিন্দিতে ৪৮টি আসনের অধিকাংশই কয়েক বছর ধরে ফাঁকা থাকছে। সংরক্ষিত আসন অসংরক্ষিত করার পরেও তা পূরণ করা যায়নি। স্কুল অব পাবলিক পলিসি-র পঠনপাঠন শীঘ্রই শুরু করতে চায় বিশ্ববিদ্যালয়।

উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্সির সমাবর্তনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট এবং বিজ্ঞানী সি এন আর রাও-কে সাম্মানিক ডিএসসি দেওয়া হবে। ২০১৪ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিএইচ ডি বিভাগের যাত্রা শুরু হয়েছিল। এ বছরেই প্রথম ওই ডিগ্রি পাবেন চার জন।