মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা উপদেষ্টা কমিটির আহ্বায়ক, পর্ষদ এবং সংসদ মনোনীত সদস্য, অতিরিক্ত ভেন্যু সুপারভাইজার প্রভৃতির দায়িত্বে শিক্ষকদের রাখা যাবে না। তার পরিবর্তে রাখতে হবে সরকারি আধিকারিকদের। একই দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাবিষয়ক কর্মচারী সমিতি এবং কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস।
গতবার ময়নাগুড়ির একটি স্কুলে প্রধান শিক্ষক আগে প্রশ্নপত্র খোলা নিয়ে যে বিতর্ক হয়, তারপরে উপরিউক্ত পদগুলিতে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকী, খোদ শিক্ষামন্ত্রীও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওই পদগুলিতে যেন শিক্ষকদের না রাখা হয়। সরকারি আধিকারিকদেরই ওই কাজের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু এবারও এই পদগুলিতে শিক্ষকদেরই রাখছে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যার জেরে এই স্মারকলিপি।