bengali

শিক্ষক নিয়োগে স্কুল পরিদর্শকদের ক্ষমতা খর্ব হল

Webdesk | Monday, October 29, 2018 8:57 PM IST

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল পরিদর্শকদের(ডি আই) ক্ষমতা খর্ব হল।শিক্ষক নিয়োগে শূন্যপদের তালিকা তৈরির ক্ষেত্রে খর্ব হচ্ছে স্কুল পরিদর্শকদের (‌‌ডিআই)‌‌ ক্ষমতা। শূন্যপদ পূরণের জন্য এত দিন প্রায়র পারমিশন (‌‌পিপি)‌‌ দিতেন সংশ্লিষ্ট ডিআই। এবার থেকে স্কুলশিক্ষা কমিশনারেট স্কুলের পাঠানো তালিকা খতিয়ে দেখে ডিআই–‌কে ‘‌পিপি’‌ দেওয়ার অনুমতি দিলে তবেই তিনি তা দিতে পারবেন। অন্যথা নয়। 

এছাড়াও প্রশাসনিক কাজকর্মের বদলে ডিআই-‌দের স্কুল পরিদর্শনের ওপর জোর দিতে বলা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এত দিন স্কুলে কোনও শূন্য পদ তৈরি হলে পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক সেই তালিকা পাঠাতেন সংশ্লিষ্ট ডিআই অফিসে। এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হত। ডিআই সেই তালিকা ও ফর্ম খতিয়ে দেখে প্রায়র পারমিশন (‌‌পিপি) দিতেন। ফর্মে স্কুল কর্তৃপক্ষ এবং ডিআই স্বাক্ষর করতেন। এর পর ডিআই পিপি পাঠাতেন কমিশনারেটে। এটাকেই শূন্য পদের চূড়ান্ত তালিকা ধরে নিয়ে কমিশনারেটের পক্ষ থেকে পাঠানো হত স্কুল সার্ভিস কমিশনে।