bengali

হোস্টেলে ফি বৃদ্ধি প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করল ছাত্রীরা

Webdesk | Saturday, February 3, 2018 10:12 AM IST

অস্বাভাবিক হোস্টেল ফি বৃদ্ধি করায় মহিষাদল ও গেঁওখালি রাজ্য সড়ক জুড়ে অবরোধ করেন মহিষাদল গার্লস কলেজের ছাত্রীরা, অধ্যক্ষের সামনেও বিক্ষোভ দেখিয়েছে তাঁরা, তাঁদের অভিযোগ একধাক্কায় হোস্টেল ফি বাড়ানো হয়েছে সাড়ে চারশো টাকা করে, খারাপের গুগত মান খারাপ হওয়ার সত্ত্বেও এতটাকা বৃদ্ধি কেন করা হল, এই অভিযোগ নিয়ে প্রায় দুশো ছাত্রছাত্রী পথ অবরোধ করেনএদিনের এই অবরোধের ফলে প্রায় আধঘণ্টা রাজ্য সড়ক যানজট হয়৷ ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ৷ পুলিশের সামনে ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে৷  পরে অধ্যক্ষ ঘটনাস্থলে এলে তাঁর সমানেও বিক্ষোভ দেখান ছাত্রীরা, অধ্যক্ষের সামনে অতিরিক্ত ফি কমানোর দাবি জানায়, যদিও শাঘ্রই ব্যবস্থা গ্রহ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ, কলেজের হোস্টেল ছাত্রীদের অভিযোগ, আগে তাদের ১০৫০ টাকা করে দিতে হত৷ কিন্তু নভেম্বর মাস থেকে কিছু না জানিয়েই হঠাৎ করে হোস্টেলের বেতন বৃদ্ধি করে ১০৫০ টাকা বেড়ে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে৷ যা ছাত্রীদের পক্ষে দেওয়া সম্ভব নয়৷ তাছাড়া পরিকাঠামো ও খাবারের গুনগতমান খুব খারাপ৷ পরিষেবা ব্যবস্থাও ততটা উন্নত নয়