হোলিতে বীর্য ভর্তি বেলুন ছোঁড়ার প্রতিবাদ করে রাস্তায় নামলেন পড়ুয়ারা, অভিযোগ, গত কয়েকদিন ধরেই মহিলাদের, বিশেষ করে কলেজ ছাত্রীদের লক্ষ্য করে বীর্য-ভর্তি বেলুন ছোঁড়া হচ্ছে। দিল্লির একাধিক এলাকা থেকে একই অভিযোগ আসতে শুরু করেছে। গতকালও, লেডি শ্রীরাম কলেজের কয়েকজন ছাত্রীকে লক্ষ্য করে বীর্য-ভর্তি বেলুন ছোঁড়া হয় বলে অভিযোগ।
এরপরই, বৃহস্পতিবার পর্যাপ্ত নজরদারি না থাকার অভিযোগে দিল্লি পুলিশ সদর দফতরের সামনে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রী ও শিক্ষিকারা।
লেডি শ্রী রাম কলেজের ছাত্রীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোড়া হয়েছে বীর্যভর্তি বেলুন। এক ছাত্রীর অভিযোগ, তাঁর লেগিংসে বীর্য শুকিয়ে যাওয়ার পর 'সাদা দাগ' দেখতে পান। স্ক্রল নামে একটি ওয়েবসাইটের দাবি, অন্তত ৩ জন ছাত্রীকে বীর্য ভর্তি বেলুন ছুড়ে মারা হয়েছে।এক ছাত্রী বলেন, 'বাসে করে ফেরার সময় একদল লোক আমার দিকে বেলুন ছুড়ে মারে। এটা একটা নোংরা আচরণ। এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। এটা কখনই মেনে নেওয়া যায় না।' শ্রীরাম কলেজের মহিলা তদারকি সেল ছাত্রীদের সঙ্গে এনিয়ে বৈঠক করে। জানা যায় একজন বা দু'জন নয়। অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে।