bengali

৩৫০০ স্কুলকে কম্পিউটার দেবে রাজ্য

webdesk | Wednesday, May 10, 2017 10:26 AM IST

রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রসার ঘটাতে স্কুলগুলিতে কম্পিউটার সরবরাহ করবে স্কুলশিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, ' রাজ্যের ৩ হাজার ৫৬৮ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরী করা হবে। কম্পিউটার শিক্ষার প্রসারেই এই উদ্যোগ। এতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে '। কিন্তু এই শিক্ষার জন্য তো শিক্ষকের প্রয়োজন। সেই ব্যাপারে পার্থবাবু জানান, প্রাথমিকভাবে ফ্রান্চায়জিরা শিক্ষক নিয়োগ করবে। পরে চুক্তির ভিত্তিতে ঐসব পদে নিয়োগ করা যেতে পারে। অবশ্য এইসব ব্যাপারে আমি একেবারেই মাথা ঘামায় না। দপ্তরের আধিকারিকরাই বিষয়টি দেখবে। দি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি(আইসিটি) ২০০৪ সালের ডিসেম্বরে প্রাথমিকভাবে চালু করেছিল। তারপর ২০১০ সালে প্রকল্পটি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের আওতায় আনা হয়। পড়ুয়াদের আইসিটি দক্ষতা বাড়াতে ও কম্পুটারের মাধ্যমে শিক্ষণ পদ্ধতির জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জারি করেছিল।