bengali

রাজ্যে শিক্ষকদের প্রশিক্ষন শুরু হচ্ছে জুন মাস থেকেই

Malabika | Monday, June 12, 2017 9:20 AM IST

প্রশিক্ষনহীন শিক্ষকদের প্রশিক্ষন দেওয়া শুরু হতে চলেছে জুন মাস থেকেই,প্রায়  পনেরো হাজার শিক্ষকদের প্রশিক্ষন দেওয়া হবে বলেই সূত্রের খবর,মধ্যশিক্ষা পর্ষদের তরফে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষরিত প্রশিক্ষণ বিষয়ক চিঠি পৌঁছে গিয়েছে ডিআইদের কাছে।সিলেবাস পরিবর্তনের পর এটাই শিক্ষকদের প্রথম প্রশিক্ষণ হচ্ছে৷

এখনও অবধি যে সমস্থ শিক্ষকরা প্রশিক্ষনহীন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের প্রকল্পে মাধ্যমিক স্ততরের সমস্ত শিক্ষকদের প্রশিক্ষনের আওতায় আনাই একমাত্র লক্ষ্য,কেআরপিরা যেমন নির্দিষ্ট বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ নেবেন, তেমনই সার্বিক শিক্ষার উপরও দু’দিনের প্রশিক্ষণ নিতে হবে তাঁদের।

উত্তরবঙ্গের কেআরপিরা প্রশিক্ষণ নেবেন জলপাইগুড়িতে। আর দক্ষিণবঙ্গের কেআরপিরা নেবেন রাজারহাটে এসসিআরটির প্রশিক্ষণ কেন্দ্রে। মোট দশ দিনের প্রশিক্ষন দেওয়া হবে,পাঁচদিন সংশ্লিষ্ট বিষয় ও পাঁচদিন সার্বিক বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে

বর্তমানে এসএসসির নিয়মানুসারে প্রশিক্ষন ছাড়া পরীক্ষায় না বসতে দেওয়ার যে নিয়ম সেহেতু রাজ্যে প্রশিক্ষনপ্রার্থী দের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে কিন্তু কয়েকবছর আগের নিয়মানুযায়ী প্রশিক্ষন ছাড়াই যেহেতু পরীক্ষায় বসতে পারা যেত তাই প্রশিক্নহীন শিক্ষকের সংখ্যা এখন অব্যাহত,তাদের প্রশিক্ষনের আওতায় আনতেই তাই এই প্রচেষ্টা