bengali

জয়েন্টের কাউন্সেলিং অফলাইন করার দাবি মানতে নারাজ শিক্ষাদপ্তর

Webdesk | Saturday, June 10, 2017 12:17 PM IST

জয়েন্টের কাউন্সেলিং অফলাইন করে দেওয়ার দাবি এখনই মানতে নারাজ শিক্ষাদপ্তর। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং পেশাদার পাঠ্যক্রমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সংগঠন আপাইয়ের তরফে এই প্রস্তাব দেওয়া হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আপাইয়ের তরফে সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি এই প্রস্তাব দেন। সংগঠনের তরফে তাঁর বক্তব্য ছিল, এর ফলে অনলাইন ব্যবস্থায় সড়গড় নয়, এরকম ছাত্রছাত্রীদের  সুবিধা হবে। পাশাপাশি, ছোটখাট কলেজগুলিরও ছাত্রছাত্রী পেতে সুবিধা হবে। কিন্তু পার্থবাবু তাঁর ভাষণে বলেন, অনেকে নাকি কলেজে ভর্তি হতে পারছে না। কিন্তু আমাদের বাড়তি আসন রয়েছে। কোনও কলেজের মেধার মান বেশি থাকে। সেখানে ভর্তি হতে গেলে সেই মানে পৌঁছাতে হবে। তা সম্ভব না হলে অন্য কলেজগুলি রয়েছে, যেখানে যোগ্যতামান কম। কিন্তু ভর্তিতে মেধাই গুরুত্ব পাবে। পরেও সাংবাদিকদের পার্থবাবু বলেছেন, আপাই আমাকে প্রস্তাব দিয়েছে। বলেছি, ভেবে দেখব। কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের পর থেকে সেটাকে অফলাইন করে দেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে উপস্থিত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহাও বলেন, তিন ধাপে কাউন্সেলিং হবে। ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং চলবে। এর ফলাফল প্রকাশিত হবে ২৩ জুন। তিন দফার বেশি কাউন্সেলিং করা যাবে না। তার কারণ, সংরক্ষিত আসনগুলিকে নিয়ম মেনে অসংরক্ষিত করে দেওয়ার জন্য সময়ের প্রয়োজন। সেই সময়টা আমাদের দিতেই হবে। 
পার্থবাবু বেসরকারি কলেজগুলির একাংশের সমালোচনা করে বলেন, আপনারা কেউ কেউ ইউজিসি নির্ধারিত বেতনক্রম শিক্ষকদের দিচ্ছেন না। এতে অনেক ভালো শিক্ষক চলে যাচ্ছেন। প্লেসমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়ুন। অফিসার রাখুন। তাঁকে আরও তৎপর হতে বলুন। দাক্ষিণাত্যের অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আমাদের রাজ্যে এটা হতে দেব না।