bengali

অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করার উদ্যোগ নিল রাজ্য

Webdesk | Sunday, October 28, 2018 10:39 PM IST

সাঁওতালি ভাষাকে বিশেষ মর্যাদা দিতে এবার সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷ ইতিমধ্যে ওড়িশায় গিয়ে রঘুনাথ মুর্মুর বাড়িতে সেই সব বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে৷

২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়৷ সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে। ভাষার বিকাশে অনুবাদ সাহিত্য, শিশু সাহিত্য, স্মৃতি পুরস্কার ইত্যাদি চালু হয়েছে৷ 

সাঁওতালি সাহিত্যের উজ্জ্বলমণি ছিলেন সাধু রামচাঁদ। আদিবাসী সমাজ সংস্কারক হিসেবেও প্রাতঃস্মরণীয় তিনি। ছয়ের দশকে অলচিকি লিপি তৈরি করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। পরে অলচিকি লিপিকে মান্যতা দেয় বামফ্রন্ট সরকার৷ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর এই ভাষাকে আরও গুরুত্ব বাড়ানো হয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷