bengali

দক্ষিণ কলকাতার নামী স্কুলে ছাত্রীর শ্লীলতাহানি, আজ সকালে বিক্ষোভ অভিভাবকদের

Webdesk | Tuesday, October 9, 2018 11:59 AM IST

আবারও শহরের একটি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলে। অভিযোগ, প্রাইমারি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে স্কুলেরই শিক্ষক। গোটা ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানালেও কোনও সুরাহা হয়নি। যার ফলে আজ সকালে স্কুলের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অভিভাবকরা। 

জানা গিয়েছে, গত মাসের ২৪ তারিখে স্কুলের এক শিক্ষক এই ঘটনা ঘটিয়েছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিশুটির উপরে নারকীয় অত্যাচার চালায় অভিযুক্ত শিক্ষক। বাড়ি ফিরে বাচ্চাকে দেখে আঁতকে ওঠেন মা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা ছাত্রী। 

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ জানানোর পরও কোন ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই থানায় গিয়ে অভিয়োগ দায়ের করেছেন নির্যাতিতার অভিভাবকরা। তারপর মঙ্গলবার সকালে স্কুলের গেটের সামনেই অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে শামিল হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে লেক থানার পুলিশ। 

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই তিন ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কেষ্টপুরের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে। অভিযুক্ত শিক্ষক দিব্যেন্দু সরকারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও হয়। অভিযোগ, আঁকা শেখানোর নাম করে তিন খুদে পড়ুয়াকে ফাঁকা ক্লাসে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে ওই শিক্ষক। বাগুইআটি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।