bengali

মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, কিন্তু জানে না বহু স্কুল

Webdesk | Thursday, March 1, 2018 9:29 PM IST

মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু করেছে মঙ্গলবার থেকে। কিন্তু এইখবর জানেন না অনেকেই। সঠিক প্রচারের অভাবে, অনেক স্কুলই তা জানতে পারেনি। আবার কেউ জানতে পেরেছেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মারফত। অন্যান্যবার পর্ষদের ওয়েবসাইটে এনিয়ে অনেক আগে থেকেই নোটিশ দেওয়া থাকে। সংবাদপত্রগুলিতেও তা প্রচার করা হয়। কিন্তু এবার তা হয়নি। ফলে অনেক স্কুলই ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারেনি। তাদের আজ, বুধবার পর্ষদের আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।

জেলাগুলিতে অবস্থা আরও খারাপ। প্রায় সব ক্যাম্প থেকেই অনেক স্কুলের অ্যাডমিট আঞ্চলিক অফিসগুলিতে ফেরত এসেছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে বসেছে দেখে ক্যাম্পের দায়িত্বে থাকা আধিকারিকরা অনেক স্কুলের প্রধান শিক্ষককে নিজেদের উদ্যোগেই খবর দেন। অনেকে আসতে পেরেছেন, আবার কেউ কেউ আসতে পারেননি। এই বিভ্রান্তি সম্পর্কে পর্ষদের ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা) মৌসুমি বন্দ্যোপাধ্যায় ভদ্র বলেন, সংবাদপত্রগুলিতে প্রেস নোট পাঠানো হয়েছিল। কিন্তু অনেকেই সেগুলি ছাপেনি। পর্ষদের কর্মী নেতা তথা পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে সচিবের পদ খালি থাকাতেই এসব বিপত্তি হচ্ছে।