bengali

স্কুল শিক্ষা ক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্য রাজ্যের ছটি স্কুল যামিনী রায় পুরষ্কার পাবে

Webdesk | Wednesday, December 13, 2017 7:48 AM IST

চিত্র জগত ছাড়াও রাজ্যের শিক্ষা ক্ষেত্রেও দেওয়া হবে যামিনী রায়ে পুরষ্কার,,বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ঝুলিতে এখন সেই সম্মান,মঙ্গলবারই ঘোষনা করা হয়েছে,স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানান, এবছর গোটা রাজ্যে হাইস্কুলের তিনটি ও প্রাথমিকের ৩টি স্কুল যামিনী রায় পুরষ্কার ২০১৭ পাচ্ছে। এই  বিশেষ পুরষ্কার পাওয়ায় যথেষ্টই আপ্লুত সুবীর বাবু জানিয়েছেন আগামী ১৫ ডিসেম্বর কলকাতার মহাজাতি সদনে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। পুরষ্কারের আর্থিক মূল্য ৫০ হাজার টাকা। জানা গিয়েছে, প্রতি জেলা থেকে দুটি বিভাগে ১টি করে স্কুলের নাম পাঠানো হয়।

শুধু বর্ধমান আদর্ষ বিদ্যালয়ই নয় যামিনী রায় পুরষ্কারে ভূষিত হয়েছে পশ্চিম মেদিনীপুর,জলপাইগুড়ি জেলার দুটি স্কুল সহ তিনটি জেলার প্রাথমিক বিদ্যালয়,মূলত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, ছাত্রছাত্রীদের পঠনপাঠন সহ খেলাধূলা সমস্ত বিষয় যাচাই করেই এই পুরষ্কার দেওয় হচ্ছে বলেই খবর,প্রতিটি স্কুলে ইউনিসেফ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সঠিক পর্যালচনার ওপর ভিত্তি করেই বাছাই করা হয়েছে আদর্ষ বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয় গুলি,জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী জানান, রাজ্যে স্কুল শিক্ষার ক্ষেত্রে এই পুরষ্কার সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল এই পুরষ্কার পায়।