bengali

বেতন বাড়লেও পুরনো হারে বেতন পেলেন কিছু পার্শ্বশিক্ষক

Webdesk | Friday, August 3, 2018 6:11 PM IST

সমস্যা তৈরী হলো পার্শ্বশিক্ষকদের বেতন নিয়ে। পার্শ্বশিক্ষকদের বর্ধিত বেতন এই মাস থেকেই পাওয়ার কথা। কিন্তু সেটা না হওয়ায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। হাওড়া, হুগলি এবং আলিপুরদুয়ারের পার্শ্বশিক্ষকরা এই মাসে সেই পুরনো হারেই বেতনই পেয়েছেন বলে জানা গিয়েছে। তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা। 

তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে বর্ধিত বেতনই দেওয়া হয়েছে। কী করে এই তিন জেলার শিক্ষকরা নতুন বেতন পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশ। এর জন্য জেলা আধিকারিকদের চরম গাফিলতির দিকেই আঙুল তুলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। তবে এই তিন জেলা ছাড়াও কয়েকটি সার্কেলস্তরেও পার্শ্বশিক্ষকরা বর্ধিত বেতন পাননি বলে অভিযোগ উঠেছে।