bengali

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিভ্রাট,বাতিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা

Malabika | Thursday, June 8, 2017 9:22 PM IST

ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ এবার প্রশ্ন নিয়ে সমস্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষায় ৷ প্রশ্ন বিভ্রাটে বাতিল হয়ে গেল পার্ট টু-এর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয়ার্ধের পরীক্ষা ৷বিষয়টি নজরে আসতেই ১০ মিনিটের মধ্যে পরীক্ষা বাতিল হয়ে যায়৷

পরীক্ষা বাতিল হতেই কলেজস্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷এদিকে এদিনই এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁকে ঘিরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে গেলে অভিযোগ তাদের হটিয়ে দেয় পুলিশ৷ পেছনের গেট দিয়ে বিশিববিদ্যালয় ছাড়েন শিক্ষামন্ত্রী৷ পরে পরীক্ষা নিয়ামকের ঘরের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷

সূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রথমার্ধের পরীক্ষা চলাকালীন দ্বিতীয়ার্ধের প্রশ্ন পত্র দেওয়া হয় পরীক্ষার্থীদের ৷ পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের পর দেখা যায় সেটি ৷ ৷ ভুল প্রশ্নপত্র দেখে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

প্রশ্ন বিভ্রাটের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ৷ তিনি জানিয়েছেন, কেমনভাবে এই ভুল হল তা খতিয়ে দেখা হবে ৷ ভুল প্রশ্ন বিতরণ করায় পরীক্ষা বাতিল করল বিশ্ববিদ্যালয় ৷ পরবর্তী পরীক্ষার দিন দ্রুত জানানো হবে বলে আশ্বস্ত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷