bengali

পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের নামে বিএডের জাল মার্কশিট ও সার্টিফিকেট

webdesk | Friday, May 19, 2017 9:54 AM IST

সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একাধিক বিএড কলেজের জাল মার্কশিট ও সার্টিফিকেট ঘিরে সমস্যা দেখা দিয়েছে। জাল মার্কশিট চক্র নদীয়া, উত্তর দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার পাশাপাশি ভিন রাজ্যেও ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে শতাধিক ছাত্রছাত্রী প্রতারিত হয়েছেন। এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনেও চিঠি দিয়ে সর্তক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নামে জাল মার্কশিট নিয়ে কেউ যাতে চাকরি করতে না পারে সেবিষয়ে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জাল মার্কশিটধারী ৭১জনের তালিকাও প্রকাশ করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫সালের অক্টোবর মাসে রুবিনা শবনম নামে এক যুবতী তথ্য জানার অধিকারে নিজের বিএড পরীক্ষার রোল নম্বর এবং মার্কশিটে প্রাপ্ত নম্বর জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে মার্কশিটের বৈধতা জানতে চায়। তারপর গত প্রায় দু'বছরে একের পর এক মার্কশিট ভেরিফিকেশনের আবেদন আসতে থাকে। ইতিমধ্যে আবেদনকারীর সংখ্যা ১০০ছাড়িয়েছে। এবিষয়ে ২০১৫সালেই পুরুলিয়ার তৎকালীন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে কর্তৃপক্ষ। ২০১৬সালে ফের অভিযোগ করা হয়। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত বিষয়টির কিনারা করতে পারেনি।
এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, পুরানো অভিযোগগুলির বিষয়ে খোঁজ নিয়ে দেখব। তবে এদিন কোনও অভিযোগ পাইনি।