bengali

ভিন রাজ্য থেকে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছেন, এখনও চাকরির ডাক পাননি ১৩ জন, বিতর্ক

webdesk | Monday, June 5, 2017 9:58 AM IST

ভিন রাজ্য থেকে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছেন, এখনও চাকরির ডাক পাননি ১৩ জন, বিতর্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের যেন শেষ নেই। ভিন রাজ্য থেকে নেওয়া প্রশিক্ষণকে প্রথমে গুরুত্ব দিতে রাজি হয়নি শিক্ষা দপ্তর। পরে অবশ্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই মতো ৬০ জনের মধ্যে ৪৭ জনকে চাকরির ডাক দেওয়া হয়। কিন্তু এখনও ১৩ জন ডাক পাননি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্কে শিক্ষা দপ্তর। 
সদ্য শেষ হওয়া প্রাথমিক নিয়োগ পর্বে ৬০ জন এমন ছিলেন, যাঁদের ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নেওয়া ছিল। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলি আদৌ এনসিটিই অনুমোদিত কি না, সেই প্রশ্ন তুলে এঁদের চাকরির জন্য ডাকা হয়নি। পরে অবশ্য শর্তসাপেক্ষে এই প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয় সরকার। কিন্তু দেখা যাচ্ছে, ১৩ জন এখনও ডাক পাননি। এক প্রার্থী বলেন, গত ৫ মে শেষবার এসএমএস-ইমেল পাঠানো হয়েছে। ৪৭ জন তা পেয়ে গিয়েছেন। কিন্তু ১৩ জন কেন তা পেলেন না, জানি না। 
এই ব্যাপারে প্রাথমিক শিক্ষক পর্ষদের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, বেশিরভাগেরই বিষয় মিটে গিয়েছে। কয়েকজন আছেন, সেগুলি আমরা যাচাই করে দেখছি।