bengali

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এনডিএ এনএ টু পরীক্ষার পেপার প্যাটার্ন ও পরীক্ষা স্কিম

Malabika | Wednesday, June 7, 2017 9:33 PM IST

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এনডিএ এনএ টু পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ দিন 30 শে জুন,অফিসিয়াল ওয়েবসাইট www.upsc,gov.in গিয়ে ফর্ম ফিলাপ করা যাবে

পদ বিবরন-

এনডিএ( ন্যাশানাল ডিফেন্স অ্যাকাদেমি)-মোট 335 টি

এন এ- 55 টি

মোট-390

পরীক্ষা স্কিম-

নিম্নলিখিত বিষয়ের লিখিত পরীক্ষা হবে

বিষয়-

গনিত(01)- আড়াই ঘন্টা,পুরো নম্বর 300

জেনারেল অ্যাবিলিটি টেস্ট(02)- আড়াই ঘন্টা পুরো নম্বর-600

এসএসবি টেস্ট,ইন্টারভিউ-900

বাছাইপদ্ধতি-

সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেসস্ট ও  ইন্টালিজেন্ট টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে,