এবার স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে অঙ্গ প্রতিস্থাপন।যার সাথে সম্পর্কিত মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকারের বিষয়টি। একটি মানুষ মারা গেলেও তিনি বেঁচে থাকতে পারেন অন্য কারোর মধ্যে। তার অন্যতম পথ হল অঙ্গদান করা। তাই এবার 'অঙ্গ প্রতিস্থাপন' বিষয়টিকে স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে বিষয়টি পড়ানো হবে।
উল্লেখ্য, এরাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা কম নেই। শুরুটা হয়েছিল ২০১৬ সালে। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্যক্রমে বিষয়টি ঢোকানো হবে। স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে বই ছাপানোর কাজও শেষ। বইটি সম্পাদনা করেছেন দীপেন বসু। তিনি জানিয়েছেন, ''রাজ্যে শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। পড়ুয়াদের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত প্রাথমিক পাঠ দেওয়ার তালিমও চলছে। রাজ্যে যে ১২ হাজার শারীর শিক্ষার শিক্ষক আছেন, তাঁদেরও প্রশিক্ষিত করা হবে।''