bengali

এবার প্রশ্ন পত্র বিভ্রাটের জেরে পরীক্ষা বাতিল হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Malabika | Monday, June 12, 2017 7:03 PM IST

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়,আবারও রাজ্যে  বিশ্ববিদ্যালয়ে  প্রশ্নপত্র বিভ্রাটের জেরে পরীক্ষা বাতিল করা হল,

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিন ছিল দ্বিতীয় বর্ষের ঐচ্ছিক বাংলা পরীক্ষা ৷ প্রশ্নপত্র হাতে পেয়ে হতবাক পরীক্ষার্থীরা ৷ অভিযোগ, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদেরও নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় ৷ পরীক্ষা কেন্দ্রে জানানো হয় পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য কোনও প্রশ্নপত্রই আসেনি ৷ এই কারণে বিভিন্ন কলেজে পরীক্ষাই দিতে পারল না পড়ুয়ারা ৷

এব্যাপারে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে ৷

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভুল প্রশ্নপত্র বিতরণের জন্য রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা অনার্সের একটি করে পত্রের পরীক্ষা বাতিল হয়ে যায় ৷

পড়ুয়াদের দাবি, এদিন যে প্রশ্নপত্র তাঁদের দেওয়া হয় তার সবই নতুন পাঠ্যক্রমের৷ যা কারোরই পড়া বা জানা নয়৷ ফলে একটিও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি পরীক্ষার্থীদের পক্ষে৷ মালদহ মহিলা মহাবিদ্যালয়ে পরীক্ষার সিট পরে মালদা কলেজের পড়ুয়াদের৷ প্রশ্নপত্র পাঠ্যক্রমের বাইরে হওয়ার বিষয়টি তাঁরা সঙ্গে সঙ্গে নজরে আনেন পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ মালদা মহিলা কলেজের অধ্যক্ষের৷ এক ঘন্টারও বেশী সময় ধরে কার্যত বসে থাকার পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন করে পরীক্ষা গ্রহনের আর্জি জানিয়ে আবেদন পত্র জমা দেন পরীক্ষার্থীরা৷৷তবে পরীক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে পাঠ্যক্রম ও প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন তিনি৷ অভিযোগ সত্যি হলে পড়ুয়াদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পরীক্ষা নিয়ামক৷