bengali

স্কুলে কোনও শৌচাগার না থাকায় প্রকাশ্য শৌচকর্ম করায় অমানবিক শাস্তি ভোগ করতে হল ৬ বছরের এক নাবালিকাকে

webdesk | Wednesday, August 23, 2017 10:14 PM IST

স্বচ্ছ ভারত অভিযান এবং বাড়ি বাড়ি শৌচাগার তৈরির জন্য প্রচার চালাচ্ছে ,প্রচার সত্ত্বেও সর্বত্র শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি ৷ স্কুলে কোনও শৌচাগার না থাকায় প্রকাশ্য শৌচকর্ম করায় অমানবিক শাস্তি ভোগ করতে হল ৬ বছরের এক নাবালিকাকে,মধ্যপ্রদেশের ছত্তরপুরে, প্রকাশ্যে শৌচকর্ম করায় তাকে দিয়ে পরিস্কার করানো হল ময়লা। জানা গিয়েছে, স্কুলে শৌচালয় না থাকায় প্রকাশ্যে শৌচকর্ম করতে বাধ্য হয় ওই নাবালিকা। তখনই তাকে এভাবে দেখতে পেয়ে , নানা প্রশ্ন করতে থাকে এক যুবক। আর তারপরই , প্রকাশ্যে শৌচকর্ম করায় বছর ছয়ের ওই নাবালিকাকে দিয়ে ময়লা পরিস্কারের কাজ করানো হয়।
মেয়েটির পরিবারের দাবি, তারা জাতে দলিত হওয়ায় উঁচু জাতের ওই যুবক তাদের মেয়ের সঙ্গে এমন অমানবিক ব্যবহার করেছে ৷ অভিযুক্ত যুবক পাপ্পু সিংহের বিরুদ্ধে বেআইনিভাবে জোর করে খাটানো ও শিশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগ দায়ের করা হয় লবকুশনগর থানায় ৷ এদিকে, যুবকের এরককম অমানবিক আচরণের জেরে, তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩৭৪, ৫০৪, ২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া