bengali

নবম-দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হলো

webdesk | Tuesday, May 9, 2017 7:15 PM IST

কিছুদিন আগেই একাদশ-দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার প্রকাশিত হলো নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা দেখে নিতে পারছেন যে তারা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন কি না। এর জন্য রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায়। একাদশ-দ্বাদশের মতোই তিন ভাগে ভাগ করা হয়েছে প্রার্থীদের। কিছু প্রার্থীকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। কিছু প্রার্থীকে এখন ডাকা না হলেও পরে ডাকা হতে পারে। আর কিছু প্রার্থীকে সরাসরি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, পরীক্ষাটি হয়েছিল গত বছর ২৭ নভেম্বর। এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪৫ হাজারের আশপাশে। বিজ্ঞাপিত শূন্যপদ ছিল ১০ হাজার ২৩৩টি। এখন তা বেড়ে ১৩ হাজারের কাছাকাছি হয়েছে বলে খবর।