bengali

পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দিন

Malabika | Tuesday, June 6, 2017 9:17 PM IST

সব জল্পনা শেষ ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি,পরবর্তী বছর এক মাস পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ৷

পরবর্তী বছর মাধ্যমিক শুরু হবে ১২ মার্চ এবং শেষ হবে ২১ মার্চ ৷ অন্যদিকে উচ্চমাধ্যমিকের নয়া সূচি অনুযায়ী ২০১৮-এ উচ্চমাধ্যমিক শুরু হবে ২৭ মার্চ, শেষ ১১ এপ্রিল ৷

সাধারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যামিক পরীক্ষার ফল প্রকাশের দিন পরের বছরের পরীক্ষার দিন ঘোষণা হয়ে থাকে৷ কিন্তু এ বছর তা ঘোষণা না হওয়ায় নানা মহলে গুঞ্জন উঠেছিল পরের বছর পঞ্চায়েত নির্বাচনের জন্যই হয়তো দিনক্ষণ ঠিক করা যাচ্ছে না৷ কিন্তু মঙ্গলবার এই পরীক্ষার দিন ঘোষণার পাশাপাশি জানান হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন পাওয়া যাবে  যথাক্রমে পর্ষদ ও সংসদের ওয়েবসাইটে৷

স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই ১৫ মার্চ থেকে ১০-ই এপ্রিলের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা শেষ করতে বলে ৷ সেই মতোই তৈরি হয়েছে নয়া সূচি ৷ সাধারণরত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের শেষে মাধ্যমিক ও মার্চের মাঝামাঝি উচ্চমাধ্যমিক শুরু হয়।

তবে কি কারনে পিছোচ্ছে পরীক্ষা উঠছে প্রশ্ন,সাধারন ভাবে মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কারনেই হয়তো পরীক্ষা পিছিয়ে দেোয়া হচ্ছে