bengali

স্কুলে মাদক চক্রের বিষয়ে এবার শিক্ষকদের ওপর নজর রাখতে চায় এনসিবি

Webdesk | Friday, December 15, 2017 8:57 AM IST

শহরের বিভিন্ন জায়গা থেকে রাজ্যে  প্রায়ই মাদক চক্রে নাম জড়াচ্ছে অনেক পড়ুয়ার, কয়েকদিন আগে বেশ কয়েকজন পড়ুয়ার নাম জড়ায় মাদক পাচার চক্রে, সেই পড়ুয়াদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এবার নাকি স্কুলের শিক্ষকদের ভূমিকও খতিয়ে দেখবে এনসিবি, তাই বিভিন্ন স্কুলের প্রধানকে ডেকে সমস্ত বিষয় বুঝিয়ে সচেতন করার সিদ্ধান্ত নিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

 

মাদকজাল রুখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন এনসিবির আধিকারিকরা। সেখানে আলচনায় উঠে আসে কিভাবে মাদকাসক্ত পড়ুয়াদের চিহ্নিত করার বিষয়টি, একই সঙ্গে রাজ্যের নামী প্রতিষ্ঠানের পড়ুয়ারা জড়িয়ে পড়ছে মাদক পাচার চক্রে, পরিবার-পরিজন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাই এর খারাপ দিকটা তুলে ধরার চেষ্টাও ছিল এনসিবির।

তাই মাদক সচেতন শিবির গড়ে তুলতে চাইছে এনসিবি, এবার থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে প্রচারও চালাবে বলে জানা গিয়েছে, সোমবার থেকেই এই প্রচারাভিযান শুরু করা হবে বলেই খবরঅর্থাৎ মাদকচক্র রুখতে শুধু তদন্ত বা ধরপাকড় নয়। খানিকটা যেন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই ছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর।