bengali

ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রোগ্রাম চালু হচ্ছে এরাজ্যে

Webdesk | Sunday, October 21, 2018 11:54 PM IST

মানুষে-মানুষে সম্পর্ক গড়ে তোলা, বিশেষত বড়দের সম্মান করার প্রয়োজন বোঝাতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তাই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে ‘ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রোগ্রাম’। এ রাজ্যে এই প্রকল্পের তত্ত্বাবধানে থাকবে স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এসসিইআরটি। 

বিকাশ ভবন সূত্রের খবর, আশির দশক থেকেই গোটা দেশে এমন প্রকল্প চালু আছে। কেন্দ্রীয় সরকার এনসিইআরটি-র মাধ্যমে কিছু বিষয় বেছে দেয়। বিভিন্ন রাজ্য নিজের মতো করে সেগুলো বাস্তবায়িত করে।

স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, চলতি বছরে যে-সব বিষয় ধরে অনুষ্ঠান করার কথা, তার মধ্যে আছে ধূমপান-বিরোধী প্রচার, পরস্পরের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলা, বড়দের সম্মান করা প্রভৃতি। এই সব বিষয়ের উপরে পড়ুয়ারা নাটক বা পথনাটিকা করবে। ১০ থেকে ১৯ বছর বয়সের পড়ুয়ারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবে।