bengali

বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে উঠল নারকেলডাঙার প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজ

webdesk | Friday, August 25, 2017 9:55 PM IST

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল নারকেলডাঙার প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজে৷বহিরাগতদের কলেজে ঢুকিয়ে ছাত্রদের মারধরের অভিযোগ। অভিযোগ কলেজেরই মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে। ছাত্রদের অভিযোগ,  দীর্ঘদিন ধরে নানারকম কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন কলেজের মেডিক্যাল অফিসার অজিত পাল। এ নিয়ে মুখ খুলতেই গতকাল দুপুরে তাঁদের ওপর হামলা চালায় একদল বহিরাগত। আক্রান্ত হন কলেজের অধ্যাপক সৌরজ দাসও।  এরপরই মেডিক্যাল অফিসারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা।

সূত্রের খবর, কলেজের পরিচালন সমিতির সম্পাদক স্থানীয় বিধায়ক গোষ্ঠীর লোক বলে পরিচিত৷ আবার কলেজে প্রিন্সিপাল পরিচিত এক মেয়র ইন কাউন্সিলের কাছের লোক বলে পরিচিত৷ পরিচালন সমিতির সম্পাদক বেতন সংক্রান্ত কাগজে সই না করায় আটকে রয়েছে কর্মীদের বেতন৷ অন্যদিকে, প্রিন্সিপালও বেশ কিছুদিন ধরে কলেজে আসছেন না৷ তাঁর অভিযোগ, কলেজ যাওয়ার পথে তাঁকে হেনস্থা করা হচ্ছে৷পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে নারকেলডাঙা থানার পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়৷ পরে কলেজ বন্ধ রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷সূত্রের খবর, অজিত পাল নিজের গোষ্ঠীর লোকজনকেই ছাত্র সংসদের ক্ষমতার কেন্দ্রে রাখতে চান। আর তা নিয়েই সমস্যা।

এদিকে কলেজে গন্ডগোলের পর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর জন্য রওনা দেয় অপর গোষ্ঠী। কিন্তু দ্বিতীয় হগুলি সেতুতে উঠার পরই তাদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে সেতুর মুখে অবস্থানে বসে পড়ে পড়ুয়ারা। এখনও অবস্থান চলাচ্ছেন পড়ুয়ারা।