bengali

মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র হওয়ার জন্য আবেদন জমা দিল পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী

Webdesk | Wednesday, December 27, 2017 6:27 PM IST

2018 সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে  কংগ্রেসের মুখপাত্র হওয়ার জন্য আবেদন পত্র জমা দিল পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী, যদিও এর আগে মুখপাত্র, কনটেন্ট রাইটার, রিসার্চার, সোশাল মিডিয়া পরিচালক নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। এখনও পর্যন্ত ৩০০ প্রার্থীর আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

 

আসলে নিরপেক্ষ ভাবে বিচার করা ও নিয়োগ করার জন্য রাজ্য ও জেলা স্তরে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার, যাতে আবেদনকারী হিসেবে শুধু PhD বা MPhil নয়, Mtech ও LLM ডিগ্রির প্রার্থীরাও রয়েছেন। মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হয়নি।   

 

তবে এত উচ্চ ডিগ্রিধারীরা আবেদন করায় রীতিমতো চমকে গেছে সকলেই, এই বিষয়ে রাজ্য কংগ্রেসের দায়িত্বে থাকা দীপক বাবারিয়া বলেনন, পুরোনো রীতি ভেঙে এবারে নতুন নিয়মে নিয়োগ করার জন্যেই এই পদ্ধতি, নিজের পছন্দ মতো লোক নয়, নিরপেক্ষ ভাবেই নিয়োগ হবেদলের তরফে আরও জানানো হয়েছে, প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। পরে কাজের ভিত্তিতে পদোন্নতি হবে। কংগ্রেসের এক নেতা বলেছেন, মুখপাত্ররা দলের কণ্ঠ।