bengali

রাজ্যে দেড় হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের ফর্ম প্রকাশ হতে চলেছে

Malabika | Friday, June 9, 2017 6:18 PM IST

রাজ্যে চাকরিপ্রার্থীদের খুশির হাওয়া,এমনিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ, একাদশ দ্বাদশ শ্রেনীর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে এখন ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে আর কিছুদিনের মধ্যই আপার প্রাইমারি ও নাইন-টেন এর নিয়োগ পরীক্ষা  শুরু হবে কিন্তু তারমধ্যেই রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পনসরড (পার্বত্য এলাকা ব্যতীত) সেকেন্ডারি/হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এর জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল। তবে কবে পরীক্ষা হবে সে বিষয়ে কোনো দিন স্থির এখনও  হয়নি

শূন্যপদ :১৭৪৯

  • ফিজ় : জেনেরাল ও OBC প্রার্থীদের জন্য ১০০০টাকা। সংরক্ষিত শ্রেণির (SC, ST ও শারীরিক প্রতিবন্ধী) জন্য ৭৫০ টাকা।
  • আবেদন : ১৩ জুন বিকেল ৫টা থেকে কমিশনের ওয়েবসাইটে আবেদন করা যাবে। ২৭ জুন পর্যন্ত করা যাবে আবেদন। ফিজ় জমা দেওয়ার শেষ তারিখ- ৩০ জুন (বিকেল ৫টা)
  • সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com- এ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে ১২ জুন বিকেল পাঁচটা থেকে।