bengali

সিবিএসইর টপার রক্ষা  গোপালের মার্কশিট ইন্টারনেটে ভাইরাল হল

Malabika | Monday, May 29, 2017 9:04 AM IST

সিবিএসইর টপার রক্ষা  গোপালের মার্কশিট ইন্টারনেটে ভাইরাল হল

প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট। এবছর মোট ১১ লক্ষ পরীক্ষার্থী CBSE পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। CBSE –র পরীক্ষায় এবছর প্রথম হয়েছে নয়ডার এমিটি ইন্টারন্যাশনাল স্কুলের রক্ষা গোপাল। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে এবছর প্রথম হয়েছে সে। ইন্টারনেটে এখন ভাইরাল তার মার্কশিট।

৯৯.৪% নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়ের ডিএভি পাবলিক স্কুলের পড়ুয়া ভূমি সায়ন্ত দে ৷ তৃতীয় স্থান পেয়েছে চণ্ডীগড়েরই ছাত্র আদিত্য জৈন ৷ ভবন বিদ্যালয় চণ্ডীগড়ের এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ ৷

মাকর্স মডারেশন পলিসি নিয়ে একটি মামলা হাইকোর্টে এতদিন বিচারাধীন থাকায় ফলপ্রকাশেও কিঞ্চিৎ বিলম্ব হল বলে মত শিক্ষামহলের ৷

এবছর CBSE বোর্ডে নথিভুক্ত ১০ হাজার ৬৭৮টি স্কুলের ১০ লাখ ৯৮ হাজার ৮৯১ জন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজ ৷ চলতি বছরের ৯ মার্চ থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হয় CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ৷