bengali

দায়িত্বজ্ঞানহীনতার জন্য জয়েন্ট এন্টান্স বোর্ডকে পাঁচ লাখ টাকা জরিমান করল কলকাতা হাইকোর্ট

Malabika | Friday, May 19, 2017 9:43 PM IST

গত বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে নানা সমস্যার কথা শোনা গিয়েছিল , পরীক্ষায় গাফিলতি ও অনিয়মের অভিযোগে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায় প্রচুর গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেয়ে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন অস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ৷

২০১৬ মেডিক্যাল জয়েন্টে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তাই, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ৫ লাখ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বোর্ডকে নির্দেশ দিয়েছে, জরিমানার অর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় সেই অর্থ খরচ করবে দুঃস্থ পড়ুয়াদের জন্য। এছাড়া আল আমিন মিশনকে দেওয়া মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের অনুদানের অর্থ কীভাবে খরচ হচ্ছে, তা টাকা দেওয়ার আগে বা পরে নজরদারি চালানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে আল আমিন মিশনের ছয়টি কেন্দ্রের যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষায় বসেন, দেখা যায় তাদের সাফল্যের হার ৮০-৯০ শতাংশ ৷ যেখানে অন্যান্য সেন্টারের পড়ুয়াদের সাফল্যের হার ৩০-৪০ শতাংশ ৷ এখানেই ওই বিশেষ কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে বোর্ডের বিরুদ্ধে ৷

এই জনস্বার্থ মামলার শুনানিতে সমস্ত সওয়াল শোনার পর হাইকোর্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের গাফিলতি রয়েছে মেনে নিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা করে ৷ অস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বলেন, ‘মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা দায়িত্বজ্ঞানহীনভাবে নেওয়ার মধ্যে গাফিলতি রয়েছে বোর্ডের ৷’ তবে আদালত পরীক্ষা বাতিল না করায় এ যাত্রায় বেঁচে গেল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷

একইসঙ্গে হাইকোর্টের নজরে আল আমিন মিশনের ৬ কেন্দ্র ৷ সংখ্যালঘু উন্নয়ন দফতরকে ওই কেন্দ্রগুলিতে নজরদারির নির্দেশ দিয়েছে কোর্ট ৷