bengali

আজ প্রকাশিত হতে চচলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

Malabika | Monday, June 5, 2017 9:32 AM IST

আজ প্রকাশিত হতে চচলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

উচ্চমাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্সের পালা,বেলা ১.৩০ মিনিটে ফল প্রকাশ হবে৷বেলা চারটে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ এবার শুধু ইঞ্জিনিয়ারিং-এর ফল বেরবে৷ মেডিক্যালে এবার ছিল অভিন্ন প্রবেশিকা৷ ৩০ হাজার শূন্য আসনে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ হবে৷

এবছর রাজ্য জয়েন্টে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাই হয়েছে ৷ এবছর ২৩ এপ্রিল শুরু হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ ওই দিনই কর্তৃপক্ষ জানিয়ে দেয় পাঁচ জুন ফল প্রকাশ হবে৷ অতএব,পূর্ব নির্ধারিত দিনেই ফলপ্রকাশ হতে চলেছে জয়েন্টের৷তবে এবছরই প্রথম ফল প্রকাশের আড়াই ঘন্টা পর ওয়েবসাইটে ফল দেখা যাবে৷

প্রথমে wbjeeb.nic.in-তে লগ ইন করুন

এরপর রেজাল্টের লিঙ্কে ক্লিক করুন

রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিন

এরপর ‘submit’ বটনে ক্লিক করুন

সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে

এরপর সেখান থেকে প্রিন্ট আউট বের করে নিন