bengali

প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো

Webdesk | Saturday, August 4, 2018 11:50 AM IST

পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালু হলো। সেই মর্মে প্রাথমিক বিদ্যালয়গুলির কাছে রিপোর্ট চাইল শিক্ষাদপ্তর। জানানো হয়েছে, ১০ অগষ্টের মধ্যে প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষাদপ্তরকে স্কুলগুলির পরিস্থিতি জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘরের সংখ্যা, আসবাবপত্র, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, মোট শিক্ষক ও পড়ুয়া কত আছে সব জানাতে চেয়েছে শিক্ষাদপ্তর। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষাদপ্তর এই তথ্য সংগ্রহের শুরু করেছে। 

জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সুজিত মাইতি বলেন, এবিষয়ে রাজ্য শিক্ষাদপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে। আমরা সমস্ত তথ্য সংগ্রহ করছি। প্রাইমারিতে পঞ্চম শ্রেণী চালু করার জন্য কি পরিকাঠামো প্রয়োজন হবে এবিষয়ে এসআই দের মাধ্যমে রিপোর্ট নিচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষাদপ্তরে রিপোর্ট পাঠাব।