bengali

IIT JEE Advanced-এ পূর্ব ভারতের মধ্যে শীর্ষে কলকাতার দেবাদিত্য প্রামাণিক

Malabika | Sunday, June 11, 2017 6:06 PM IST

উচ্চমাধ্যমিক,জয়েন্ট,এবার জয়েন্ট  অ্যাডভান্সেও কলকাতার জয়জয়কার,IIT JEE Advanced-এ পূর্ব ভারতের মধ্যে শীর্ষে কলকাতার দেবাদিত্য প্রামাণিক ৷ বিড়লা বয়েজ স্কুলের এই পড়ুয়া চমক দিয়েছেন এর আগেও ৷ পর পর তিনটি পরীক্ষায় শীর্ষ স্থান দখল করল দেবাদিত্য ৷

মেয়েদের মধ্যে এরাজ্য থেকে চোখ ধাঁধানো রেজাল্ট করেছে দুর্গাপুরের আইরিন ঘোষ ৷ দেশে মেয়েদের মধ্যে সম্ভাব্য টপার আইরিন এবং গোটা দেশে তাঁর rank ৫৫ ৷ ডিএভি মডেল স্কুলের এই ছাত্রী রাজ্য জয়েন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ৷ এছাড়া CBSE দ্বাদশেও মেধাতালিকায় ছিল আইরিন ঘোষের নাম ৷

IIT JEE পরীক্ষার প্রশ্নপত্রে , এবার ৩ টি প্রশ্ন নিয়ে বিতর্কের জেরে, সেই ৩ প্রশ্নের পুরো নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। ২১ মে আয়োজিত এই পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে jeeadv.ac.in. সাইটে। সকাল ১০ টা থেকেই দেখা যাচ্ছে ফলাফল। এবছরের IIT JEE পরীক্ষা সংগঠিত করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ(IIT-M).উল্লেখ্য, এবছরে পদার্থবিদ্যা ও অঙ্কের প্রশ্ন দ্বত্যার্থক ভাষায় ছিল বলে অভিযোগ । সেই ৩ টি বিতর্কিত প্রশ্নের নম্বরই দিয়ে দেওয়া হয়েছে