bengali

ফল প্রকাশ হলেও নবম-দশমের শিক্ষক নিয়োগ এখনি নয়

Malabika | Tuesday, May 9, 2017 8:56 PM IST

অনেক জটলার পর ছয়দিনের ব্যবধানে দুটি স্তরের এসএসসির ফল প্রকাশ হল,সোমবার নবম-দশম শ্রেনীর ফলপ্রকাশ হলেও  আপাতত ভাবে শিক্ষক নিয়েগ হচ্ছেনা এখনই,জানিয়েছে শিক্ষা দপ্তর,আপাতত তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৷ আইনি জটিলতা কাটলেই নিয়োগপত্র দেওয়া শুরু করবে এসএসসি ৷ একাদশ-দ্বাদশের ধাঁচেই ফলাফল পাবেন প্রার্থীরা ৷

এসএসসি সূত্রে খবর, সব পরীক্ষার্থীদেরই নামের তালিকা তিনটি ধাপে জানা যাচ্ছে সংস্থার ওয়েবসাইট। তিনটি তালিকা হল, কল ফর ভেরিফিকেশন, নট কল ফর ভেরিফিকেশন এবং রিজেক্টেড। কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার পরেও পদ শূন্য থাকলে ডাকা হবে ‘নট কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের। রিজেক্টেড তালিকার প্রার্থীরা ডাক পাবেন না।

ইতিমধ্যে ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হয়ে গিয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। তারপরই প্রশ্ন ওঠে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে?

কিন্তু নানা আইনি জটিলতায় আটকে নিয়োগ।

এই প্রেক্ষিতে গত ২ তারিখ প্রকাশিত হয় উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। এদিন প্রকাশিত হল নবম-দশমের ফল।

সম্প্রতি হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখোমুখি হন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ৷ বিচারপতির অভিযোগ নিয়োগ নিয়ে একাধিক মামলা হাইকোর্টে বিচারাধীন ৷ কিন্তু তা সত্ত্বেও কমিশন কোর্টের নির্দেশ ঠিকমতো না মানায় মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে না ৷ আদালতেই মামলার সঙ্গে ঝুলে রয়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ৷ মামলার প্রলম্বিত হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে বহু মানুষের মূল্যবান সময় ৷