bengali

হোস্টেল নিয়ে গড়িমসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের,আর কিছুটা সময় চাইল

Webdesk | Monday, August 6, 2018 10:51 PM IST

হোস্টেল নিয়ে গড়িমসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের,আর কিছুটা সময় চাইল

এদিন  আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলে একথা জানিয়েছেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া। আন্দোলন তুলে নেওয়ার জন্য পড়ুয়াদের কাছে হাতজোড় করে অনুরোধও করেন তিনি। তাতেও বরফ গলেনি। পড়ুয়ারা সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত হস্টেল পাচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে তারা।

গত দিন কয়েক ধরে ক্যাম্পাসেই রাত্রিযাপন করছেন পড়ুয়ারা। সোমবার সকালে প্রবল ছাত্র বিক্ষোভের মধ্যেই ক্যাম্পাসে ঢোকেন উপাচার্য। তিনি জানান, নির্মাণ কাজ চলায় সেই হস্টেল পড়ুয়াদের কাছে ফেরত দিতে আরও সময় লাগবে। আন্দোলনরত ছাত্ররা ক্যাম্পাসে রাত কাটানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেয়।

তবে, আজ সকালে উপাচার্য হাতজোড় করে অনুরোধ করেন আন্দোলনরত পড়ুয়াদের ৷ আন্দোলন তুলে নেওয়ার জন্য ৷ এরপরই নিজেদের মধ্যে বৈঠক করেন তারা ৷   বেঠকের শেষেই তারা জানান, ঘেরাও কর্মসূচি থেকে তারা বিরত হলেও আন্দোলন তারা চালিয়ে যাবেন ৷ ক্যাম্পাসে থেকেই আন্দোলন চালাবেন তারা ৷

পড়ুয়াদের সিদ্ধান্তে ক্ষুব্ধ উপাচার্য ৷

তিনি বলেন, 'হস্টেলটি বসবাসযোগ্য করে তোলার জন্য আরও কিছুটা সময় লাগবে। কাজ পুরোপুরি শেষ হতে এখনও ছয় থেকে সাত মাস সময় লাগবে। হস্টেলের জল নিকাশি ব্যবস্থা ও ইলেক্ট্রিকের কিছু কাজ বাকি রয়েছে। এছাড়া ভিতরে আরও কিছু মেরামতির কাজ চলছে। সেগুলি শেষ না হলে PWD যতক্ষণ না পর্যন্ত বলছে যে হিন্দু হস্টেলটি পড়ুয়াদের থাকার জন্য বাসযোগ্য ও সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত আমি ওই বিল্ডিং পড়ুয়াদের দিতে পারি না।'