bengali

প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম হুগলির অর্চিষ্মাণ পানিগ্রাহী

webdesk | Tuesday, May 30, 2017 10:52 AM IST

প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম হুগলির অর্চিষ্মাণ পানিগ্রাহী

ঘন্টাখানেক আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ মাধ্যমিকে প্রথম হয়েছিল এক ছাত্রী৷ কিন্তু উচ্চমাধ্যমিকে প্রথম স্থান দখল করল এক ছাত্রই৷ প্রথম হয়েছে হুগলি জেলার কলিজিয়েট স্কুলের অর্চিষ্মান পানিগ্রাহী৷ সে পেয়েছে ৯৯.২০ শতাংশ নম্বর৷ দ্বিতীয় মায়াঙ্ক চট্টোপাধ্যায় ও উপমন্যু চক্রবর্তী৷ দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৮.০৪%৷  মায়াঙ্ক শ্রীরামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র এবং নরেন্দ্রপুর রামকৃ্ষ্ণ মিশনের ছাত্র উপমন্যু৷ তৃতীয় হয়েছে আরামবাগের শুভম সিংহ ও বাঁকুড়ার সুরজিৎ লোহার৷ দু’জনের প্রাপ্ত নম্বর ৯৭.০৮ শতাংশ৷
এই বছর পরীক্ষার ৬১ দিনের মাথায়  ফল প্রকাশিত হল৷ সকাল সাড়ে ১০ টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানা যাচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ এই দিনই ছাত্রছাত্রীদের মার্কশিট হাতে পেয়ে যাবেন বলেও জানানো হয়েছে৷ পরীক্ষা হয়েছিল গত মার্চ মাসে৷ প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল৷ ৬,২২,৭৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৮৪.২০ শতাংশ৷ মেয়েদের পাশের হার বেড়েছে ১ শতাংশ৷ পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবচেয়ে বেশি৷ এবার একই সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল৷ ১৬৬ বিষয়ে পরীক্ষা হয়েছিল এবার৷ স্কলারশিপ সংক্রান্ত একটি বিশেষ পেজও প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে৷ http://www.wbchse.nic.in ওয়েবসাইটে জানা যাবে স্কলারশিপ সংক্রান্ত সব তথ্য৷ এবার একনজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইট থেকে ফল জানা যাবে৷

http://www.exametc.com, http://www.knowyourresult.com, http://www.timesinternet.in, http://www.indiaresults.com,
http://www.schools9.com, http://www.ExamResults.net/wb, http://www.resultsout.com,  http://www.jagranjosh.com এবং http://Indiaccess.com

এছাড়া এসএমএস-এর মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের টাইপ মেজেস অপশনে গিয়ে টাইপ করতে হবে wb12 তারপর রোল নম্বর এবং পাঠিয়ে দিতে হবে 54242 বা 56263 নম্বরে৷