bengali

শিশু নিগ্রহ সম্পর্কে ছোটের সচেতন করতে এবার সিলেবাসে আনা হচ্ছে গুড টাচ ও ব্যাড টাচ

Webdesk | Saturday, December 9, 2017 9:49 AM IST

সাম্প্রতিক প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের যৌন নিগ্রহের ঘটনা সংবাদের শিরোনামে উঠে আসছে, দুধের শিশুজের পুতুল খেলার বয়সে এই ধরনের নির্যাতনের মানেই বোঝে না তারা,অথচ লালসার শিকার হয়ে নরক যন্ত্রনা ভোগ করে,তাই শিশু সচেতন বাড়াতে উদ্যোগ নিতে চলেছে শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি৷

শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি এবার গুড টাচ ও ব্যাড টাচকে সিলেবাসের আওতায় আনতে চলেছে,এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে শুধুমাত্র চতুর্থ শ্রেনীর ছা্ত্রীদের জন্য, প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে এব্যাপারে সচেতনা তৈরিতে হবে কর্মশালা। জিডি বিড়লার ঘটনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।খারাপ ছোঁয়া ও ভালো ছোঁয়ার অনুভূতি কেমন হবে সে বিষয়ে সম্যক জ্ঞান দিতেই এই ভাবনা বলেই জানিয়েছে কর্তৃপক্ষ,এবার স্কুলপড়ুয়াদের মধ্যেও ধারণা তৈরিতে উদ্যোগী রাজ্য। শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটির যৌথ উদ্যোগেই কার্যকর হতে চলেছে এই প্রস্তাব ৷

পাঠ্যক্রমে অন্তভু্ক্ত করার পর এই বিষয়ে পরীক্ষা নেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে, সরকারি স্কুলেও এই বিষয়টি আনা হবে বলেই জানিয়েছে, প্রথম থেকে তৃতীয় শ্রেনী অবধি যে কর্মশালার আয়োজন করা হবে সেখানে থাকবেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা .এই কর্মশালার মাধ্যমেই সচেতনা তৈরির চেষ্টা করা হবে ৷ এই বিষয়ে খসড়া করবে শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি ৷ শীঘ্রই সব সরকারি স্কুলে কার্যকর হবে এই নতুন সিলেবাস ৷ নাটক আকারে বা কার্টুনের সাহায্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে