bengali

সরকারি স্কুলে প্রাথমিক স্তর থেকেই শুরু হচ্ছে ইংরাজী মাধ্যম

webdesk | Saturday, September 2, 2017 6:42 PM IST

জল্পনার অবশেষ,বিতর্ক উড়িয়ে এবার সত্যিই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু হচ্ছে ইংরাজী মাধ্যম,রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন ধরেই। এর জন্য ইংরেজি তুলে দেওয়াকে দায়ী করেন অনেকে। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠনের পরিকল্পনা নিল সরকার।

চলতি অর্থবর্ষেই ইংরেজি মাধ্যম রূপায়ণের ভাবনা রয়েছে ৷ সরকারি প্রাথমিক স্কুলগুলিতে তলানিতে ছাত্রসংখ্যা ৷ স্কুলগুলিতে ছাত্র সংখ্যা বাড়াতে ও জনপ্রিয় করতে এই উদ্যোগ নিতে চলেছে স্কুলশিক্ষা দফতর ৷

বাম সরকার প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ অনেকের মতে এর জন্যে বেশ কয়েকটি প্রজন্মকে পিছিয়ে পড়তে হয়েছে ৷ ন্যাশনাল বা আন্তর্জাতিক স্তরে ইংরেজি না জানায় অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে এরাজ্যের পড়ুয়াদের ৷ ফলে একই স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর ভাবনা সরকারের।

 

 

কেন এমন ভাবনা? এর নেপথ্যে একদিকে যেমন, সরকারি স্কুলের বেহাল দশা, অন্যদিকে, যে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দাপট, তা অস্বীকার করছেন না শিক্ষামন্ত্রী।