bengali

অর্থের অভাবে উচ্চশিক্ষার আশা ছেড়ে দিয়েছিলেন এক পড়ুয়া, পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী

webdesk | Tuesday, June 6, 2017 10:24 AM IST

টাকার অভাবে উচ্চশিক্ষার আশা ছেড়ে দিয়েছিল এক ছাত্র। অথচ খুব ভালো ফল নিয়ে মাধ্যমিক পাশ করেছে সে। মাধ্যমিকে ৯৩.৭ শতাংশ নম্বর পেয়েও তাই টাকার অভাবে ভর্তি হতে পারছিল না কৃতী ছাত্র রাহুল গোলদার। এই খবর জানার পর তার পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ উচ্চশিক্ষার জন্য স্কুলে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।
এর আগে মাধ্যমিকে ৯৩.৭ শতাংশ নম্বর পেয়েও টাকার অভাবে পড়াশোনা আটকাতে বসেছিল রাহুলের৷ সল্টলেকের যে হোটেলে তার বাবা রাজেশ গোলদার ওয়েটারের কাজ করতেন, সেটিও বন্ধ হয়ে গিয়েছে৷ তাই নিরুপায় হয়ে এখন বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করে সংসার চালাচ্ছেন তিনি৷ যৎসামান্য আয়ে সংসার চালানোই প্রায় অসম্ভব, পড়াশোনার খরচ তো দূর অস্ত৷ বাবার বোঝা লাঘব করতে রাহুল নিজেও লোকের বাড়ি কাগজ বিক্রির দায়িত্ব নিয়েছে৷ টাকার অভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছিল না৷ রাহুলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার৷ কিন্তু আর্থিক অনটনের জেরে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি এবং এমবিবিএস হওয়ার স্বপ্ন অধরাই থেকে যেতে বসেছিল৷
ইটা জানার পর মঙ্গলবার দুপুরে রাহুল ও তার বাবাকে ডেকেও পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী৷ একইসঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী৷ রাহুলের ভর্তির ব্যবস্থা করা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, ' মেধাবী দুঃস্থ ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করতে সদা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করতে রাহুলের ভর্তির ব্যবস্থা করছে রাজ্য৷ ' ভবিষ্যতে ছাত্রের ডাক্তারি পড়ার প্রস্তুতি ও অন্য সাহায্য করবেন এমনটাই আশা৷