bengali

‘ধূমপান মুক্ত স্কুল’ প্রসঙ্গে ডিআইদের চিঠি দিলেন কমিশনার

Webdesk | Tuesday, January 23, 2018 9:35 PM IST

'ধূমপান মুক্ত স্কুল' গড়ে তোলার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ডিআইদের চিঠি পাঠালেন কমিশনার। গত সপ্তাহে এই চিঠি ডিআইদের কাছে পৌঁছেছে। এর আগেও স্কুল চত্বরকে ধূমপান মুক্ত করতে একাধিক নির্দেশ এবং বিধি তৈরি করে দিয়েছিল শিক্ষা দপ্তর। তাতে স্কুল পর্যায়ে নজরদারি কমিটি গঠন থেকে শুরু করে সচেতনতামূলক প্রচার, সবই ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের প্রধানদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা ছিল। কিন্তু সেই রিপোর্ট এখনও শিক্ষা দপ্তরে পৌঁছয়নি। 
তাই এ ব্যাপারে স্কুলগুলি কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়ে ফের চিঠি পাঠাতে হল কমিশনারকে। স্কুলগুলির বক্তব্য, এ ব্যাপারে তাদের করণীয় খুবই কম। কারণ স্কুল চত্বরের বাইরেই অনেক বেকার-যুবক তামাকজাত দ্রব্যের দোকান দেন। তাছাড়া অনেক সময় রাজনৈতিক সমর্থন থাকে বলে স্কুলগুলিও কিছু বলতে পারে না।