bengali

স্বচ্ছ স্কুলের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিল তপন ব্লকের চেঁচাই প্রাথমিক বিদ্যালয়

webdesk | Saturday, August 26, 2017 10:39 PM IST

দেশের সেরা ১০০টি স্বচ্ছ স্কুলের মধ্যে স্থান করে নিল তপন ব্লকের চেঁচাই প্রাথমিক বিদ্যালয়। রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই স্কুল। আগামী ১ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দেবেন। আর স্কুলের প্রধান শিক্ষক পবিত্র মোহান্ত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করবেন। ২০১৬ সালে এই প্রতিযোগিতায় অংশ নেয় সাড়ে ৬ লক্ষ স্কুল। তার মধ্যে প্রতিযোগিতার প্রথম ধাপ পেরোয় ৬৮৩টি স্কুল। শেষ ধাপে পুরস্কারের জন্য দেশের ১৭২টি স্কুলের নাম ঘোষণা করা হয়। সেই ১৭২টি স্কুলে মধ্যে স্বচ্ছতার নিরিখে দ্বিতীয় চেঁচাই প্রাথমিক বিদ্যালয়।

 

গোটা দেশের কয়েক লাখ প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। গত একবছর ধরে জেলা, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে চলে পরিদর্শন হয়। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে এই পুরস্কার পাচ্ছে তপনের এই বিদ্যালয়টি। একদিকে স্বচ্ছ বিদ্যালয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, অন্যদিকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত স্কুলেরই প্রধান শিক্ষক। জোড়া সম্মানে খুশি পড়ুয়া-অভিভাবক থেকে অঞ্চলের সকলে