bengali

১১ হাজার বিএড, ডিএড কলেজ বন্ধ করে দেবে কেন্দ্র

webdesk | Monday, May 22, 2017 9:48 AM IST

দেশের প্রায় ১১ হাজার বিএড ও ডিএড কোলেগ বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। চলতি শিক্ষাবর্ষে (২০১৭-১৮) শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন বন্ধ রাখছে কেন্দ্র। একইসঙ্গে সময় মতো কলেজ সম্পর্কে তথ্য জমা দিতে না পারায় পশ্চিমবঙ্গসহ গোটা দেশের প্রায় ১১ হাজার বিএড, ডিএড কলেজ বন্ধ করে দেওয়া হবে। জানা যাছে, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে বিস্তর অভিযোগ পেয়েই এই অবস্থান নিচ্ছে কেন্দ্র। ফলে যেসব শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠান তথ্য জানায়নি, সেখানে যারা শিক্ষকতার ট্রেনিং নিচ্ছেন বা নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, তাদের ভবিষ্যত অনিশ্চিত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর স্বয়ং স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ বছর কোনও বিএড, ডিএড কলেজের অনুমোদন দেওয়া হবে না। শুধু তাই নয়। ভুয়ো তথ্য দিয়ে যারা কলেজ খোলার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কলেজ খোলার পরিবেশ আছে কি না, তা দেখতে রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে মন্ত্রকের বিশেষ তদন্তকারী দল।
জাভরেকর আরও বলেন, ধান জমি, খোলা মাঠ, গুদামের জায়গা দেখিয়ে এ ধরনের কলেজ খোলা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। কোনওভাবেই শিক্ষা নিয়ে মিথ্যে তথ্য গ্রহণযোগ্য নয়। যেখানে আবার শিক্ষকদের প্রশিক্ষণের মতো বিষয়। কারণ, শিক্ষকদেরই যদি ঠিক মতো ট্রেনিং না হয়, তাহলে তারা ভবিষ্যতে ছাত্র পড়াবেন কী করে? মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারও বা কী করে সেইসব কলেজ কর্তৃপক্ষের আবেদনকে ' নো অবজেকশন ' দিয়ে দিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, গোটা দেশে মোট ১৮ হাজার ৬৭২টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে। তার মধ্যে গতকাল পর্যন্ত মাত্র ৭,১৬৩টি কলেজ তাদের তথ্য হলফনামা দিয়ে জানিয়েছে। যারা জানায়নি, সেইসব কলেজ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এ ধরনের ৯০৮টি কলেজ রয়েছে। তার মধ্যে মাত্র ৩৯৫টি কলেজ তথ্য ঠিক মতো জানাতে পেরেছে।