bengali

কলেজ,বিশ্ববিদ্যালয়ের ফি আর নগদে নয়,নির্দেশ দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

Malabika | Thursday, June 8, 2017 9:26 PM IST

কলেজ,বিশ্ববিদ্যালয়ে ফি থেকে ক্যান্টিনের খরচ এবার থেকে নগদে দেওয়া যাবে না এমনটাই নির্দেশ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের,সব লেনদেন হবে ক্যাশলেস,এই নির্দেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্ডদের উদ্দেশে এই মর্মে চিঠি পাঠিয়েছেন ইউজিসি-র সচিব। চিঠিতে বলা হয়েছে, যে কোনও রকম লেনদেন অনলাইনে করতে সবাই যাতে ভিম অ্যাপ ব্যবহার করতে পারেন, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে  হবে,সেই সব বিষয় দেখাশুনার জন্য একটি নোডাল অফিসারও নিযুক্ত থাকবে

অন্যদিকে,ইউজিসি ও এআইটিসিই এবার থেকে এক করার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কমিশন মঞ্জুরী,একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী নীতি আয়োগ কমিটির সহযোগিতায় দুই উচ্চ শিক্ষা দফতরকে একত্রিত করার খসড়া ও পরিকল্পনা তৈরি করে ফেলেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷

HRD-এর মতে, এই দুই দফতর উচ্চ শিক্ষা ক্ষেত্র পরিচালনা করলেও এদের কাজের ক্ষেত্র কোথাও কোথাও একে অপরের সঙ্গে মিলে যায় ৷ এছাড়া দেখা যায় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শিক্ষাক্ষেত্রে কিছু প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে একটি বিভাগের সিদ্ধান্ত অপর বিভাগের সিদ্ধান্তের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে ৷ সেই অপ্রয়োজনীয় সমস্যা মেটাতেই দুই দফতরের বিলোপ ঘটিয়ে একটি দফতর তৈরি করতে চলেছে মন্ত্রক ৷ শীঘ্রই এবিষয়ে সরকারের অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হবে ৷