bengali

অঞ্চল ভেদে প্রকাশিত হল সিবিএসই-র ফল,এগিয়ে কে দেখে নিন

Malabika | Saturday, June 3, 2017 5:29 PM IST

অঞ্চল ভেদে প্রকাশিত হল সিবিএসই-র ফল,এগিয়ে কে দেখে নিন

সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হচ্ছে অঞ্চল ধরে ধাপে ধাপে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে পাশের হারে সবার শীর্ষে রয়েছে ত্রিবান্দম। ৯৯.৮৫ শতাংশ এখানে পাশের হার। একেবারে তলানিতে রয়েছে গুয়াহাটি ও দিল্লি।

অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে এলাহাবাদ, পাশের হার ৯৮.২৩শতাংশ৷ তবে, দিল্লির পাশের হার কিন্তু আগের তুলনায় ১৩শতাংশ কমে গিয়েছে৷ এবারে দিল্লিতে পাশের হার ৭৮.০৯শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৯১.০৬শতাংশ৷

এছাড়াও চেন্নাইয়ে পাশের হার-৯৯.৬২ শতাংশ, ভূবনেশ্বরে-৯২.১৫ শতাংশ, চন্ডীগড়ে-৯৪.৩৪শতাংশ, গুয়াহাটি- ৬৫.৫৩শতাংশ, পাটনা-৯৫.৫০শতাংশ, এলাহাবাদ- ৯৮.২৩শতাংশ, দেরাদুন- ৯৭.২৭শতাংশ, আজমেঢ়- ৯৩.৩০শতাংশ৷
শনিবার সকাল থেকেই cbseresults.nic.in/cbse.nic.in/results.nic.in/Bing.com ওয়েবসাইটে এই রেজাল্ট জানা যাচ্ছে৷

এছাড়া ফোন করে ও এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা ৷ রেজাল্ট জানতে কল করুন 011-24357276,011-28127030 (MTNL), 55530 (Idea), 54321223 (TATA Tele Service) এবং 54321202 (এয়ারটেল) ৷

এসএসএসের মাধ্যমে রেজাল্ট জানতে গেলে ফোন থেকে CBSE 10 (রোল নম্বর) লিখে পাঠিয়ে দিতে হবে 52001, 57766, 5800002 ও 55456068 ৷

চলতি বছরে CBSE-এর দশম শ্রেণীতে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ১৪ লাখ ৯৯ হাজার ২৬২ জন ৷ এর মধ্যে বোর্ড এক্সজামে বসেছিলেন ১৪ লাখ ৯৬ হাজার ০৬৬ জন পড়ুয়া ৷