bengali

ক্লাস করলে বেশি নম্বর পাওয়া যাবে

webdesk | Friday, May 12, 2017 10:01 AM IST

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য স্নাতকে ক্লাসে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষায় পাঁচ নম্বর বরাদ্দ হতে চলেছে। জানা যাচ্ছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে কলা ও বিজ্ঞান বিভাগেও এই নিয়ম চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য(শিক্ষা) স্বাগত সেন জানিয়েছেন, ' বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেমেস্টার প্রথায় এই পদ্ধতির উল্লেখ আছে। তবে নতুন এই ব্যবস্থা চালু সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষ। এছাড়া অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য আরও পাঁচ নম্বর বরাদ্দ থাকবে। ' প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও সরকারের কাছে এইরকম একটি প্রস্তাব রেখেছে।